গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রলয়াধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আর ক্ষুদ্রসেচ উইং এর আওতায় নির্বাহী প্রকৌশলী (সওকা), বিএডিসি, লালমনিরহাট রিজিয়ন দপ্তর লালমনিরহাট শহরের সাপটানা, থানাপাড়ায়, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সামনেঅবস্থিত। লালমনিরহাট জেলায় নির্বাহী প্রকৌশলী (সওকা), বিএডিসি, লালমনিরহাট রিজিয়ন দপ্তরের কার্যক্রম পরিচালনার জন্য বিএডিসি এর নিজস্ব কোন স্থাপনা নাই বিধায় ভাড়া ভবনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে । অত্র রিজিয়নের আওতায় ২টি জোন অফিস এবং ৮টি ইউনিট অফিস আছে । জোন অফিস সমূহ ; ১। সহকারী প্রকৌশলী(সওকা), লালমনিরহাট জোন, লালমনিরহাট এবং ২। সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), কুড়িগ্রাম জোন, কুড়িগ্রাম। ১। সহকারী প্রকৌশলী(সওকা), লালমনিরহাট জোন, লালমনিরহাট এর আওতায় ইউনিট সমূহ; ক) লালমনিরহাট সদরইউনিট( লালমনিরহাট ও আদিতমারি উপজেলা); খ) কালিগঞ্জ ইউনিট( কালিগঞ্জ ও
হাতীবান্ধা উপজেলা); গ) পাটগ্রাম ইউনিট( পাটগ্রাম উপজেলা)। ২। সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), কুড়িগ্রাম জোন এর আওতায় ইউনিট সমূহ; ক) কুড়িগ্রামসদর ইউনিট( কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ি উপজেলা); খ) রাজারহাট ইউনিট( রাজারহাট উপজেলা); গ) উলিপুর ইউনিট( উলিপুর উপজেলা); ঘ) রাজিবপুর ইউনিট( রৌমারী ও রাজিবপুর উপজেলা); ঙ) নাগেশ্বরী ইউনিট( নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS